Wednesday, August 18, 2021

From the Facebook wall post of Sanmoy Banerjee dated 2021-08-18

বাংলায় প্রতিদিন কত ঘটনা ঘটে যায় ক'জন খবর রাখি বলুন তো বুক ঠুকে দেখি । 
গত দিন ১২ আগে মমতা ব্যানার্জি নিজের একাউন্ট থেকে চেক সই করে পাঁচ লাখ টাকা ফাইন দিয়েছেন শেষ পর্যন্ত গজরাতে গজরাতে । বার কাউন্সিলের একাউন্টে । জাস্টিস কৌশিক চন্দের নির্দেশ মত । জানেন আপনি খবরটা ? জানি আমি খবরটা ? জরিমানা হয়েছে জানি, কিন্তু সুপ্রিম কোর্টে যাব বলে পিছ টান দিয়ে লক্ষী মেয়ের মত টাকাটা জমা দিতে হয়েছে তড়পাতে তড়পাতে ক ' জন জানি বলুন ?
বাংলা সংবাদপত্রে, তাও দু টিতে মাত্র তিন লাইনে ভেতরের পাতায় খুব ছোট করে, যাতে চট করে লোকের চোখে না পড়ে সেইভাবে বেরিয়েছে খবরটা । আমি যেহেতু খবর তল্লাশি করি চোখে পড়েছে । নির্ঘাত আপনি পাননি । খবরটা প্রথম পাতার খবর । বাংলা সংবাদ মাধ্যম চাপল । প্রাণপাত করে ।
বিনিময়ে কি পেল ? একটা উদাহরণ দিই । আনন্দবাজার ১৫ আগস্ট তৃতীয় পাতায় ২০০ সেন্টিমিটার হাফ পেজ, পঞ্চম পৃষ্ঠায় দুটো ১০০ সেন্টিমিটার করে দুটো কোয়ার্টার পেজ, এগারোর পৃষ্ঠায় আরও একটি কোয়ার্টার পেজ, ১২ র পৃষ্ঠায় ১৩ টি ছোট বিজ্ঞাপন, নবান্ন থেকে সব মিলিয়ে প্রায় ৫৮০ সেন্টিমিটারের বিজ্ঞাপন প্রাপ্তি । বাজারি মূল্য যার ১ কোটি ১৩ লক্ষ টাকা হওয়া উচিত । একদিনে সরকারের ভাঁড়ার থেকে একটি সংবাদ মাধ্যমে বেরিয়ে গেল এত সরকারি টাকা । এবার বাকি বাংলা খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে দেওয়া নগদের হিসেবটা করুন । কত কোটিতে শেষ হবে বলুন ? আপনি নিজেই অঙ্ক করুন, পেয়ে যাবেন ।
আর ঠিক সেই সময়ের আরেকটা খবর আপনাদের দিই । রাজ্যের পাঠানো তথ্য অনুযায়ী শিক্ষা সংক্রান্ত জাতীয় পর্যায়ের ইউনিফর্ম ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০১৯- ২০ র রিপোর্ট অনুযায়ী রাজ্যে সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা ২০২১এ এখন ২ লক্ষ সত্তর হাজার ০৮২ জন । সঙ্গে এস এস কে, এম এস কে শিক্ষক প্রায় ৭৫ হাজার । সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৩ লক্ষ ৪৫ হাজার মত । ২০১১ এ যখন বামেরা চলে যায় এই শিক্ষকের সংখ্যা ছিল ৪ লক্ষ ১৪ হাজার, ৭২৪ জন । অর্থাৎ ২০১৯-২০ তে শিক্ষক পদে শুন্যতা হল ৬৯ হাজার । ২০২১ এ প্রায় ১৮ হাজার শিক্ষক অবসর নেওয়ায় শূন্য পদ গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ৮৭ হাজার । যেখানে  বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের সহজেই জায়গা হত যদি সরকার রিক্রুট করতো । করেনি সরকার তা । কারণ সরকারের টাকা নেই ।
এখন এই প্রশ্ন গুলো যাঁরা, যে সংবাদ মাধ্যম খোঁচাতে পারতো তাদেরই তো মুখ বন্ধ করে দিয়েছে নবান্ন ঢালাও বিজ্ঞাপন দিয়ে । শিক্ষকদের মাইনে দেওয়া যেত যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে এখন খবরের কাগজের হেডিং কেনা হয়, সংবাদ শিরোনাম হয় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিম্বা অমর্ত্য সেনের চোখে এসব পড়েনা ? তাঁরা সব জেনেও  চুপ । কেন আপনি বিচার করুন ।
এর ফলে শেষে দুর্গতি কিন্তু বাড়ছে শিক্ষিত সমাজের । তাঁদের হয়ে বলার মাধ্যম গুলো ক্রমশ সংকুচিত হয়েছে । মমতা খুব বুদ্ধি করেই এটা করেছেন ।  প্রতি বছর যে ১২ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক দেয়, ৯ লক্ষ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক দেয় তাঁদের জীবনটা কেউ ভেবে দেখেছেন ? কিসের ভরসায় তাঁরা বাংলায় থেকে উচ্চ শিক্ষায় যাবেন ? শুধু একটা "সিভিক" হওয়ার জীবন পাওয়ার জন্য ? শুধু একটা মলে সেলস ম্যান হওয়ার জন্য ? শুধু কাঁধে ব্যাগ নিয়ে zomato র লাল টি শার্ট পড়ে বাইক নিয়ে দৌড়ে বেড়ানোর জন্য ? শুধু একটা contractual ডোমের চাকরি পাওয়ার জন্য ?
কে বলবে এঁদের কথা, কেউ ভেবেছেন ? একবারও ? সাহস থাকলে উত্তর দিন ফোর্থ পিলারের ফোঁড়েরা ।
আজও দুপুরে কলকাতা দেখেছে বিকাশ ভবনের সামনে থেকে শিক্ষক ঐক্য মঞ্চের হতভাগ্য শিক্ষিত শিক্ষিকাদের মারতে মারতে পুলিশ নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তুলেছে । সাহস হবে আনন্দবাজার, বর্তমান কিম্বা এই সময়ে'র শিক্ষিকাদের মার খাওয়ার এই নির্মম খবর, এই নির্লজ্জ ছবি প্রথম পাতায় ছাপার ? 
শাসকের ঘুম ভাঙ্গালে তাদের বিজ্ঞাপন চলে যাবে তাই না ?  মানুষের স্বার্থ থেকে তাঁদের মুনাফাটাই অনেক বড় ? তাই না ?  উত্তর দিন পারলে সংবাদ মাধ্যমের কর্তারা । সততা বলে মজ্জায় অবশিষ্ট কিছু থাকলে ।।

সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮) 

(Copied verbatim from the Facebook post by Sanmoy Banerjee dated 2021-08-18) 



* How India Travels

No comments: