Sunday, August 22, 2021

Lakshmi Bhandar scheme of Mamata Banerjee is full of evil designs

সেপ্টেম্বর 2021 থেকে রাজ্য সরকারের 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু হতে চলেছে। যে প্রকল্পে প্রতিবছর প্রায় 11000 কোটি টাকা খরচ হবে। তো কোন এক কাল্পনিক দুনিয়ায় যদি এই টাকাগুলো বেকারদের চাকরি দিয়ে তার বেতনের পেছনে খরচা করা হত তাহলে কত বেকার চাকরি পেত?? একটা হিসেব করা যাক।
হিসেবের সুবিধার্থে আমাদের এখানকার স্যালারিকে মোটামুটি ছয়টা রেঞ্জে ভাগ করে নেই 

I) গ্রুপ ডি- 20740/-
II) ক্লার্ক- 26600/- 
III)প্রাইমারি, মিসলেনিয়াস এবং আরো কিছু- 33775/-
IV)হাইস্কুল টিচার, লাইব্রেরিয়ান, মিসলেনিয়াস এবং আরো কিছু- 38910/-
V) XI-XII টিচার, WBCS gr C- 49450/-
VI) WBCS gr A  ও এরম কিছু পোস্ট - 63300/- 

এবার যদি হিসেবের সুবিধার্থে মোট 11000 কোটি টাকা থেকে প্রথম পাঁচটা ভাগের জন্য 2000 কোটি করে, এবং শেষেরটার জন্য 1000 কোটি বরাদ্দ করা হল। এই টাকা দিয়ে কতজনকে বার্ষিক বেতন দেওয়া যাবে??
I) 2000 কোটি ÷ ( 20740 × 12) = 80360 জন
II) 2000 কোটি ÷ ( 26600×12) = 62656 জন
III) 2000 কোটি ÷ ( 33735 × 12) =49404 জন
IV) 2000 কোটি ÷ ( 38910 × 12) =42833 জন
V) 2000 কোটি ÷ ( 49450 ×12)= 33704 জন
VI) 1000 কোটি ÷ (64250×12)= 12970 জন।
তাহলে Lower থেকে Higher বিভিন্ন poster মোট - 281747 জনের বেতন দেওয়া যাবে শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই।       
                        
নীতির বদল না হলে এরাজ্যে বেকার সংখ্যা দিন দিন বাড়বে। পরিবারে কেউ চাকরি করে মাসে নূন্যতম @১৫,০০০/- টাকা রোজগারের পরিবর্তে যদি সেই পরিবারের মহিলা সদস্যকে মাসে @৫০০/- দিলেই যদি সেই পরিবার খুশি থাকে, তো যে কোনো সরকার এমন লক্ষ্মীর ভান্ডার আরও বেশি করে তৈরী করবে। 

No comments: