Sunday, August 22, 2021

Shame on TMChii trying its best to shame Chandana Bauri, MLA, Saltora


তুই বাঁকুড়ার গরীব বাউরি ঘরের মেয়ে, আমার বাড়িতে বাসন মাজতিস, বাড়ির কাপড়-জামা ধুয়ে দিতিস।স্বামীর সাথে মাঝে মাঝেই রাজমিস্ত্রির কাজ করতিস,তুই আমার বাড়ির বাসন মাজবি,তুই MLA কেনো হবি???
কিছুদিন আগে পর্যন্ত আমাদেরকে বাবু মাসের টাকাটা দাও গো বলে টাকা চাইতিস, আজ আমরা সেই বাবু হয়ে তোর কাছে যাব সই করাতে?? বিপদে-আপদে তোর কাছে ছুটে যাবো??
একটা রাজমিস্ত্রির বউ,বাউরি ঘরের মেয়ে শিক্ষাগত যোগ্যতা কম কেউ MLA হবে এটা কি মেনে নেওয়া যায়???
হুমম উনি যদি নুসরাত জাহান হতেন তাহলে লিভ টুগেদার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন,আর তৃণমূল বলতো ব্যক্তিগত জীবন।
যেহেতু একটা সাধারণ গরীব বাউরি ঘরের মেয়ে,কোনো চুরির ঘটনায় নাম জড়ায় নাই,দুর্নীতির অভিযোগ ওঠে নাই। তাই কিছু তো বদনাম দিতেই হবে, সেজন্য গরিব পরিবারের মেয়েকে ঠিক এভাবেই বদনাম দিতে হয় যাতে সে ভেঙ্গে পড়ে....
দলমত নির্বিশেষে এই বাংলার মানুষ বড় বড় ফিল্মস্টার জনপ্রতিনিধি চায়না, চায়না কোনো চোর নেতা। বাংলা চায় চন্দনা বাউড়ি মত নেত্রী, তাইতো বাবুদের এত জ্বলন। গরিব পরিবারের মেয়ে একবার চরিত্রের দাগ লাগিয়ে দিলে ভেঙ্গে পড়বে এটাই তাদের চিন্তা ভাবনা। 

এগিয়ে চলো চন্দনা বাউরি। 

Copied verbatim from the Facebook 'page' post dated 2021-08-20 of journalist Sayan Chakraborty 
* How India Travels 

No comments: