Saturday, May 30, 2020

Remembering the Jnaneshwari Express sabotage 10 yrs ago











Remembering that fateful night on 2010-05-27 when Jnaneshwari Superfast Express left Howrah for Lokmania Tilak Terminus, Mumbai at 10.50 pm.
The train was piercing through pitc darkness after leaving Kharagpur, which was the first halt. Passengers in the packed train were peacefully sleeping when at 1.02 am (2010-05-28) between Khemashuli and Sardiha there was a huge jolt. Thousands woke up. Even before the startled passengers could fathom what had happened, there was another massive jolt which ripped off the compartments and hundreds of lives (reportedly, 148) were lost instantly and over 200 we're seriously injured.
Elaborate enquiries by the CBI revealed that 46 cms of the steel track was sawed off by miscreants. Immediately after the derailment, a goods train heading towards Howrah hit the compartments of the derailed Express train which had landed on the other track moments ago.
Mamata Banerjee was then the Railways Minister of UPA government at the center.
Om Shanti to all the innocent people who lost their lives because of nefarious action by some people.
.
.
সেই_অভিশাপের_দশ_বছর।😥
ঠিক আজ (2020-05-27) থেকে দশবছর আগে (2010-05-27) ঠিক রাত 10 টা বেজে 50 মিনিটে প্রতিদিনের নিয়ম মেনেই ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে,  হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী সুপারডিলাক্স এক্সপ্রেস, ট্রেন ভর্তি যাত্রী রাতের অন্ধকার চিরে ঝড়ের গতিতে খড়গপুর ছেড়ে হাওড়া মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী সুপারডিলাক্স এক্সপ্রেস ছুটে চলেছিল তার পরবর্তী গন্তব্য টাটানগরের দিকে। ট্রেন যখন খেমাশুলি আর সারডিহা স্টেশনের মাঝে রাত তখন বোধহয় একটা বেজে দুই মিনিট (2010-05-28), হঠাৎ ট্রেনে প্রচণ্ড এক ঝাঁকুনি, কারো বুঝতে সমস্যা হয়নি ট্রেন লাইনচ্যুত হয়েছে, তারপর কিছুক্ষণের মধ্যেই আবার এক প্রচন্ড এক ধাক্কা। এক মুহূর্তের মধ্যে শেষ হয়েগেছিলো সব কিছু। কতো হাজার হাজার মানুষের না মেটা আশা আকাঙ্খা হারিয়ে গেছিলো চিরকালের জন্য অন্ধকারের দেশে। তখন ভারতের রেলমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি , জানা যায়  রেল লাইনের ট্রাক থেকে 46 সেমি অংশ  কেটে নেওয়া হয়েছিল যারফলে ইলেকট্রিক ইঞ্জিনে তীব্র গতিতে ছুটে আশা ট্রেন টা লাইন চ্যুত হয় ও  অপর পাশ থেকে ছুটে আসা একটি মালগাড়ি সেই লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেন টিকে পুনরায় ধাক্কা মারে। কে জানে কার কি স্বার্থে করা হয়েছিল এতোবড় পাপ। কেড়ে নেওয়া হয়েছিল এতোগুলো নির্দোষ মানুষের জীবন। আজ কেটেছে 10টা বছর, আজও সেই হাজার হাজার মানুষের না মেটা সাধ, ইচ্ছা, আর আকাঙ্খা নিয়ে  লাইনের পাশে পড়ে আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ধ্বংসাবশেষ আজও কতো বিদেহী আত্মা গুমরে মরছে হয়তো তার অন্তরালে । ভগবানের কাছে প্রার্থনা করি তাঁরা আজ যেখানেই থাকুক তাঁরা শান্তি পাক, ভালো থাকুক তাঁরা, মুক্তি পাক এই যন্ত্রণা থেকে, মুক্তিপাক জ্ঞানেশ্বরী।🙂

Text courtesy in Bengali (Facebook): @দেবজ্যোতি দত্ত রায় (Debojyoti Ditta Roy)
Photo courtesy (Facebook): @প্রীতম গুহ  (Pritam Guha)
Translation: Deep Banerjee 

No comments: