Friday, May 14, 2021

Why do Modihaters hate Modi

এক ব্যাক্তি আমার একটা চেনা দোকানে এসে বলতে লাগল - "এই মোদীটা কিছুই করেনি, এবার আর ভোট দিচ্ছি না, একদম বিদায় করে দেওয়া উচিত"।    
এটা শুনে আমার গা জ্বলে গেল, আমি থাকতে না পেরে ওই ব্যাক্তিকে বলে উঠলাম - আপনি মোদীর কাছে কি চেয়েছিলেন যেটা আপনি পাননি? 
কথাটা শুনে ওই মোদী বিরোধী ব্যাক্তিটি চুপ হয়ে গেল। 
আমি আবার বললাম - উজ্বলা যোজনা, দীনদয়াল জ্যৌতিগ্রাম যোজনা, জিএসটি, ওআরওপি, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী বীমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, শৌচালয় নির্মান, সচ্ছতা অভিযান, একদিনে ৩০ কিমি হাইওয়ে নির্মান চলছে, দুনিয়া জুড়ে ভারতের দাপট, মুদ্রা যোজনা, ষ্টার্টআপ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান যোজনা আর কি চাই আপনার?
ওই ব্যাক্তি এসব শুনে বলতে লাগল সব ঠিক আছে বাবু, কিন্ত আমাদের কাম-ধান্দা সব চৌপট হয়ে যাচ্ছে। 
আমি বললাম - খুলেই বলুন না দাদা, দু নম্বরি করতে ভয় লাগছে? 
ক্যাশ ট্রানজেক্সন করতে ভয় লাগছে? 
বেনামী সম্পত্তি কিনতে ভয় লাগছে? 
ব্যাঙ্ক ট্রানজেক্সন বেশী হলে ইনকাম ট্যাক্সকে ভয় লাগছে?
ওই ব্যাক্তি আবার চুপ এসব শুনে, তারপর আবার বলে উঠল - সব ঠিক আছে কিন্ত মোদী বেকার লোক, কাজের থেকে ঢপ বেশী দেয়। 
আমি আবার বললাম - আচ্ছা, একটা কথা বলুন তো ১২ টাকায় ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা, ৩৩০ টাকায় ২ লক্ষ টাকার জীবন বীমা কি আপনি করিয়েছেন? 
ওই ব্যাক্তিটি আবার চুপ করে রইল। 
আমি বললাম - আপনার বাড়ীতে যে শৌচালয় নির্মান হয়েছে সেটাতে আপনার মা-বোন-বৌয়ের ইজ্জত রক্ষা হচ্ছে তো?
আপনার বাড়ীতে উজ্জ্বলা যোজনার গ্যাসে আপনার বাড়ীর মহিলাদের চোখের জল ধোঁয়া থেকে বন্ধ হয়েছে তো?
৩০০ টাকার এলইডি বাল্ব আজকে ৬০ টাকায় কিনে আপনার বাড়ীতে জ্বালাচ্ছেন তো?
সরকারী কর্মচারীরা খুশী নয় কারন এখন আর ফাঁকি দিতে পারছে না। 
পয়সাওয়ালারা খুশী নয় কারন মোদী ব্ল্যাকমানি রাখতে দিচ্ছে না। 
মধ্যবিত্তরা খুশী নয় কারন সব কাজ জলদি জলদি হয়ে যাচ্ছে।
গরীবরা খুশী নয় কারন সব যখন অখুশী তখন ওদের  সাথে তাল  মেলাতে  গিয়ে গরীবরাও অখুশী।
যদি মোদী ক্ষমতা লোভী হত তাহলে নোটবন্দি, জিএসটির মত কড়া পদক্ষেপ নিত না, অপারেশন খরচ কম করে ৫০ হাজার ডাক্তারদের শত্রু তৈরী করত না।
৮০০ ধরনের ঔষধের দাম কম করে মেডিকেল ওয়ালাদের কোপে পড়ত না ।
স্পেকটার্ম, কয়লা থেকে দুর্নীতি দূর করার জন্য বড় বড় উদ্যাোগপতিদের সাথে শত্রুতা করত না।
গ্যাস সাবসিডি, ১০০ দিনের কাজ সহ সমস্ত সরকারী টাকা গ্রাহকের একাউন্টে জমা করিয়ে দালালদের শত্রু তৈরী করত না।
মোদীর কাছ থেকে হয়তো আপনারা গদি কেড়ে নিতে পারবেন কিন্ত মোদী যে সংকল্প নিয়েছে ভারতবর্ষকে শক্তিশালী করতে সেই প্রতিজ্ঞা থেকে সরাতে আপনারা কখনও পারবেন না।
I know that a lot of Modihaters will read my post and pass it off as useless rants by me. Heart of heart they will burn because I have exposed them, the #EnemiesWithin India once again. 



* How India Travels

No comments: