Friday, May 28, 2021

Kanti Ganguly and Mamata Banerjee are there to earn brownie points after every cyclone

প্রতিবার ঝড়ের সময় কান্তি আসবে-
 উনি নবান্নে রাত জাগবেন। 
ছবি ভাইরাল হবে-
লোকজনের আহা উঁহু!
তারই মাঝখানে কিছু প্রশ্ন চাপা পড়ে যাবে-
৩৪ বছরের জনগণের সরকার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তিময় থাকার সময় বাঁধ কেন পাকা হয়নি!
তারও দশ বছর পরে, আয়লা চলে যাওয়ার এত বছর পরে উনিও কেন পাকা করলেন না!
এসব প্রশ্ন উঠবে না। কারণ
লোকজনকে গরিব রাখতে হবে। 
তাদের অসহায় অবস্থায় ঠেলে দিতে হবে। তাদের হাহাকার করতে দিতে হবে।
তাদের এতটাই বিপর্যয়ের মধ্যে ঠেলে দাও, তাদের মেরুদন্ড এতটাই ভেঙে দাও,  যাতে তারা অধিকার নয়, চাকরি নয় , দুই টাকার চাল খেয়েই খুশি হয়।
তারা হাহাকার করলে মসিহা হয়ে উনি বা কান্তি আবির্ভুত হবেন। 
চলবে ফুটেজ। জিন্দাবাদ জিন্দাবাদ। 
আর চলবে কেন্দ্রকে দোষারোপ। 
বছরের পর বছর। সেই ট্র্যাডিশন সমানে চলিছে।
গরিবি  না থাকলে, মানুষ অসহায় না হলে ভোট বৈতরণী পার হবে কীভাবে?! 
মানুষের মেরুদন্ড গজিয়ে গেলে , তারা চোখে চোখ রেখে প্রশ্ন করলে তো মহা সর্বনাশ!
গরিব মানুষ সবচেয়ে বড় পণ্য। কেউ প্রশ্ন তুললে, সে এলিট বুর্জোয়া।
গরিবি বিকতা হ্যায়। 
ইহা সবকুছ বিকতা হ্যায় বাবু। সবকুছ ।
(Courtesy : চয়ন মুখার্জী) 


What a beautifully worded article. I only wish all my friends from across the Universe could read it. 
It perfectly describes the pathetic state of affairs in West Bengal since 1977. 
It will continue for how long, even God wouldn't know. 



* How India Travels

No comments: