Wednesday, March 11, 2020

Journalist Adity Dey got drenched with bag full of urine hurled at train in Kolkata on 2020-03-09 evening


Working journalist Adity Arun Dey  was on the 7.45pm Sealdah - Diamond Harbour local train in Kolkata on Monday, 2020-03-09.
Somewhere near Park Circus railway station a plastic bag full of urine and a stone was hurled at the running train from outside.
The lady escaped a direct hit by the stone but was splashed with the urine.
These antisocial activities by a particular community have become a regular affair because of political patronage received  by the ruling party in the state.
The railway police should crack down heavily on the perpetrators of such activities.
The criminals deserve the #stick.

এই মুহূর্তে অফিস থেকে ফেরার পথে 7:45এর শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবারগামী লোকাল ট্রেনে সফর করছি।। হঠাৎই পার্কসার্কাস থেকে ট্রেন ছাড়ার মুহূর্তেই হটাৎ একদল লোক চলন্ত ট্রেনের দিকে লক্ষ করে জানলা দিয়ে মূত্র ছোড়ে এবং ঢিল ছুঁড়ে দেয়।।  সেই ছোড়া মূত্রে আমি হাঁফ ভিজে গেছি এবং আর একটুর জন্যে ছোড়া ঢিল এর হাত থেকে বেঁচে গেছি।।

প্রত্যেক দিন এই ঘটনাটি চলছে, সন্ধের পর থেকেই ট্রেনকে লক্ষ এইভাবে ইট,পাথর নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয়।।

এইভাবে যে প্রত্যেক দিন ঢিল,ইট,পাথর , নোংরা ভর্তি প্লাস্টিক, মূত্র ছোড়া হচ্ছে অন্য দিন যদি "এসিড" ছোড়া হয় তার দায়িত্ব কে নেবে।।

রেল পুলিশ এর তরফ থেকে পারলে প্লিজ কোনো স্টেপ নিন।।

 নিত্যদিন এইভাবে ইট,পাথর অথবা নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয় এবং এর কোনো প্রতিকার হচ্ছে না।।

(The Bengali version of the shameful incident was posted by the victim on her own Facebook wall on 2020-03-09 at 8.06pm, immediately after the incident)
.
.
.
#HowIndiaTravels
#CarrotNStick

No comments: