NRC রোজ হওয়া উচিত। রাস্তার মোড়ে মোড়ে এনআরসি হওয়া উচিত। ট্রেনের ভিতর, বাসের ভিতর, জাহাজে, সব জায়গায় হওয়া উচিত। জঙ্গলে হওয়া উচিত। আলুর দোকানে হওয়া উচিত। শপিং মলে হওয়া উচিত। বর্ডারে হওয়া উচিত। এখানে দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে। মূল ভারতবাসীর রুটিরুজি জড়িয়ে রয়েছে। কেন বিদেশিরা এসে আমাদের ইনকাম , সম্পত্তিতে ভাগ বসাবে। আমাদের কাগজ আছে। যাদের কাগজ নেই তাদের চিন্তা। লম্বা লম্বা লাইন দিয়ে এই ওই ভাতায় ফরম ফিলাপ করবে, আর NRC বেলায় মড়া কান্না। সব বজ্জাত। সব ধান্দাবাজ। NRC হোক, বুক বাজিয়ে কাগজ দেখাবো। ভয় কিসের? দশ মিনিটের কাজ কাগজ দেখানোর।
.
.
.
* How West Bengal Travels

No comments:
Post a Comment