Thursday, June 24, 2021

Dr. Shyamaprasad Mukherjee was murdered on the behest of Nehru

Most Bengalis are blissfully unaware that on this day, viz. 23rd June, 68 years ago the founder of West Bengal, Dr. Shyamaprasad Mukhopadhyay was murdered on the behest of Jawaharlal Nehru. 
Penicillin was injected into him. 
Dr. Bidhan Chandra Roy, the then CM had phoned to warn that Dr. Mukhopadhyay was allergic to Penicillin. However, the warning was purposely overruled. 
In spite of repeated requests for an inquiry commission, Nehru brushed aside all such requests. 
Without the initiative of Dr. Mukhopadhyay, the present West Bengal would have been under Pakistan rule. Hindu Bengalis wouldn't have had any place to call their homeland! 

.  
কজন বাঙালি জানেন যে আজকের দিনে, ৬৮বছর আগে, কাশ্মীরে, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পেনিসিলিন ইঞ্জেক্ট করে খুন করা হয়েছিল ? ডঃ বিধান চন্দ্র রায় কলকাতা থেকে ফোন করে নিষেধ করেছিলেন, বলেছিলেন ডঃ মুখোপাধ্যায়ের পেনিসিলিনে এলার্জি আছে, তাঁর কথা শোনা হয়নি। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পত্নী এবং ভারত কেশরীর মা যোগমায়া দেবী নেহরুর কাছে বার বার অনুরোধ করেছিলেন তদন্ত কমিশন গঠন করে তাঁর ছেলের মৃত্যুরহস্যের কিনারা করার জন্য, নেহেরু মানেন নি। শ্যামাপ্রসাদ না থাকলে আজ সম্পূর্ণ বাংলা পাকিস্তানের হত। শ্যামাপ্রসাদ না থাকলে হিন্দু বাঙালির কোনো হোমল্যান্ড থাকতো না। মোল্লাদের হাতে বেদম মার খেয়ে কোথায় আশ্রয় পেতেন আপনারা, নেমকহারামেরা, যারা আশ্রয়দাতার বদলে দেশদ্রোহী জ্যোতি বসুর দলের চামচেগিরি করে গেলেন আজীবন ? একবারও মনে হয়নি কম্যুনিস্টরা ইংরেজ এবং মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে পাকিস্তান গঠন সমর্থন করেছেন এবং বাংলাভাগের বিরোধিতা করেছেন ? মানে শ্যামাপ্রসাদ না থাকলে আজ আপনারা মাথায় টুপি পরে ঘুরে বেড়াতেন, আপনাদের হিন্দু বাঙালির অস্তিত্ব থাকতো না, মনে হয় নি ? অন্তত এবার তো জাগুন, শ্যামাপ্রসাদের বলিদান দিবস পালন করুন,
 ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে , সশ্রদ্ধ প্রণাম জানাই। 
ভারত মাতার জয় হোক। 
(collected) 



#HowIndiaTravels

No comments: