Saturday, April 13, 2019

Comparing Indian political parties with football teams

কংগ্রেস হচ্ছে টাটা ফুটবল অ্যাকাডেমির মত। এখানে প্লেয়ার তৈরি হয়, তারপর তারা পেশাদার জীবন শুরু করে তৃণমূলে।

তৃণমূল হল মোহনবাগান, বাছাই করে অ্যাকাডেমি থেকে প্লেয়ার নিয়ে আসে, খেলায় নাম হয় ৷

ওদিকে বিজেপি ইষ্টবেঙ্গলের মত ... ওরা আবার মোহনবাগান থেকে টুকুস করে ভাল প্লেয়ারগুলোকে তুলে নেয়।

আর বামপন্থীরা হল মহামেডান স্পোর্টিং।
গর্ব আছে, ঐতিহ্য আছে, তাঁবু আছে, মাঠ আছে, শুধু সেই দিন নাই, তাই প্লেয়ারও নাই। অল্প কিছু সমর্থক আছে, তারা সবসময় ভয়ে ভয়ে থাকে, কখন কে এসে কেলিয়ে দিয়ে যাবে কে জানে ....!!

No comments: