Wednesday, August 21, 2024

ভদ্রমহিলা অনেক কিছু করেছেন বাঙালি জাতির জন্যে


ভদ্রমহিলা অনেক কিছু করেছেন বাঙালি জাতির জন্যে।

কমিউনিস্ট শাসন হটিয়েছেন।

বুদ্ধিজীবীদের আসল ল্যাজ নাড়ানো চেহারা সবার সামনে তুলে ধরেছেন। তার আগে পর্যন্ত কেউ দুই চার লাইন গল্প বা কোবতে লিখতে বা গান গাইতে জানলেই তাকে ঈশ্বর সমান মনে করা হতো। এর পর দীর্ঘদিন বাঙালি আর কোনো শিল্পীকে ঈশ্বর বানাবে না। 

হিন্দুদের ঘুম ভাঙ্গিয়েছেন। হিন্দু জাগরণ ঘটিয়েছেন।

বাঙালি সিনেমায় সেরা, বাঙালি গানে সেরা, সংস্কৃতিতে সেরা ইত্যাদি ইত্যাদি মিথ্যে জাত্যাভিমান গুলোকে মাটিতে টেনে নামিয়ে বাস্তব চিনিয়েছেন।

চাকুরীজীবী বাঙালিকে ব্যবসা করতে শিখিয়েছেন। প্রফুল্লচন্দ্রের অধরা স্বপ্ন উনি সত্যি  করেছেন।

বাঙালিকে জেহাদী বিপদ সম্পর্কে সজাগ করেছেন।

ঘরকুনো বলে পরিচিত বাঙালিকে রাজ্যের বাইরে বের করেছেন। বাঙালি আজ কাজের সন্ধানে ঘর ছেড়ে সুদূর দক্ষিণে ভাগ্যান্বেষণে যেতেও দুবার ভাবে না। সেই কত বছর আগে তরুণের স্বপ্ন বইতে নেতাজী সুভাষ এই স্বপ্ন দেখেছিলেন। ভদ্রমহিলা সেটা পূরণ করলেন। 

মেয়েদের নিজেদের সম্ভাবনা চিনতে শিখিয়েছেন। এই সেদিন পর্যন্ত যে মেয়েরা বাড়িতে ঝামেলা করত ছেলে বা হাজব্যান্ড মিটিং মিছিল করে বলে, তারাও আজ পথে নেমেছে ঘরে বসে না থেকে। 

আর এবার, 

বাঙালির চিরাচরিত ঘটি বাঙাল দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। ঘটি বাঙাল এক হল। নিজেদের মধ্যে নোংরা আক্রমন বাদ দিয়ে আসল শত্রু চিনতে শিখল।

একটাই তো হৃদয়। আর কতবার জিতে নেবেন মাননীয়া? 

✍️ সৌভিক দত্ত 

* RG Kar Hospital 
* RG Kar Medical College 
* RG Kar Medical College And Hospital 
* How West Bengal Travels (in August 2024) 

No comments: