Saturday, October 22, 2022

Everything is Srikumar da's fault

সব শ্রীকুমার দার দোষ 

সত্যি সত্যি উনি কিছুই ভুল করেন না। করতেই পারেন না। শুধু মঞ্চে ভুল চন্ডীপাঠ নয় আজ পর্যন্ত কোন কোন কাজগুলো শ্রীকুমার দার জন্য ভুল হয়ে গেল, চলুন চোখ বুলিয়ে নিই।

শ্রীকুমার দা জানতেন, ইস্টজর্জিয়া বিশ্ববিদ্যালয় ঠিক সুবিধার নয়। তাও বলেননি। বললে উনি কেন ওখানে পিএইচডি করতে যাবেন। যা মেধা সব বিশ্ববিদ্যালয় লুফে নিতো। সঠিক তথ্য না জানার জন্য পিএইচডি ডিগ্রি নিয়ে নানা কথা শুনতে হয়।

শ্রীকুমার দা জানতেন, রাজনীতিতে সততার প্রতীক কথা লিখলে পরে কেলো হতে পারে। তবু বলেননি। তাই প্রচার হয়েছিল। ব্যাস এখন সব ঘাড়ে ঝাঁপিয়ে পড়েছে। নানা তথ্য তুলে আনছে। দাদা বললে ওই লাইনটা না দিলেই হতো। কেউ আঙুল তুলতে পারত না।

শ্রীকুমার দা আগে থেকে জানতেন, রেলের দায়িত্ব নিয়ে হাসপাতাল করা যায় না। টাকা বরাদ্দ না করে এতো প্রকল্প হয় না। বলেননি, তাই ঘোষণা করতে হলো। ব্যাস পরে আর করা গেল না।

শ্রী কুমার দা বলেনি, অনশন মানে কিছু না খেয়ে বসে থাকা। ব্যাস বসতে গিয়ে কেলো। অমনি পেটে টান। শেষে চকলেট ও স্যান্ডুইচ ভরসা। ভাগ্যিস কেউ নজর করতে পারেনি।

শ্রীকুমার দা বলেননি, ক্ষমতায় আসা মানে কর্মসংস্থান এর ব্যবস্থা করা। ধারণা ছিল ক্ষমতা মানে খেলা, মেলা, উৎসব। আর সবার জন্য পুকুর চুরির ব্যবস্থা করে দেওয়া। আগে জানলে এইভাবে মুখ পুড়তো না।

শ্রীকুমার দা বলেননি, গণতান্ত্রিকভাবে শাসন চালাতে হয়। ইচ্ছে তো নিজের মতো স্বৈরতান্ত্রিকভাবে চালানো। না বলাতে সব ছড়িয়ে পড়েছে।

শ্রীকুমার দা বলেননি, চুরি করলে সবাইকে জেলে যেতে হয়। জানলে রেখেঢেকে করা যেত। এখন ঘুম নষ্ট। কী জানি, কখন কী হয়ে যায়।

অগ্নিমিত্রা on 2022-10-22

No comments: