Tuesday, April 5, 2022

4 confidantes of Partha Chatterjee interrogated by CBI on 2022-04-04

Monday 2022-04-04  রাতের অন্ধকারে ৬ ঘন্টা নাগাড়ে জিজ্ঞাসাবাদের পর দৌড় দেখলাম চার বীরের । টি ভির পর্দায় । নিজাম প্যালেসের নীচে ।
কারা এরা ? 
১. এস আচার্য ( প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির Partha Chatterjee পার্সোনাল সেক্রেটারী )
২. পি কে ব্যানার্জি ( প্রাক্তন শিক্ষা মন্ত্রী র অফিসার অন স্পেশ্যাল ডিউটি)
৩. এ কে সরকার 
৪. টি পাঁজা
শেষের দুজনের একজন শিক্ষা দফতরের ল অফিসার, সম্ভবত এখনও ।
এরাই দৌড়চ্ছিলেন সংবাদ মাধ্যমকে এড়াতে । কেউ কেউ মুখে ফাইল ঢেকে ।

প্রশ্নটা হল মুখে ফাইল ঢাকতে হল কেন ? যা করেছেন কারুর নির্দেশে করেছেন । অগুন্তি অবৈধ নিয়োগ, প্রাক্তন এস এস সির চেয়ারম্যানের ডিজিটাল সই জাল করে তৃণমূল নেতাদের পাঠানো তালিকা তৈরি করেছেন । লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন নেতারা । সেই তালিকা মধ্য শিক্ষা পর্ষদে পাঠানোর কাজটা করেছেন আপনারা । তারই জন্য এস এস সি র মাথায় বসিয়েছিলেন পার্থ চ্যাটার্জি আপনাদের । নাম দিয়েছিলেন হাই পাওয়ার কমিটি । এস এস সি কে আড়াল করে পার্থর প্রাইভেট সেক্রেটারির অফিসে বসে এই জালিয়াতি করেছেন । নেতৃত্ব দিয়েছিলেন এস পি সিনহা । আর এই চার জন ছিলেন সাগরেদ । মন্ত্রীকে খুশী করা আর মন্ত্রীর নির্দেশ মেনে জালিয়াতির কাগজ তৈরি করে চাকরি দেওয়া । দিনের পর দিন এটাই করেছেন ।

এটাই ধরেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী । সজোরে, সপাটে । আর তার থেকে মুক্তি পেতে কি না করেছেন এই পাঁচ জন । বিচারালয়ের ডিভিশন বেঞ্চ থেকে কোথায় না গেছেন । কোন কোন পথে গেছেন, কোথায় গেছেন, কোন অনৈতিক পথে গেছেন আম জনতার কাছে তা আজ পরিষ্কার । তাও শেষ রক্ষা হল না ।

কপালে না থাকলে যা হয় । আজ সারা দিন সেটাই হল । তিনটে ডিভিশন বেঞ্চে ঠোক্কর খেয়ে শেষ পর্যন্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে বিধান নগর পুলিশ আর কলকাতা পুলিশ ঘাড় ধরে চার মূর্তিকে সন্ধ্যের পর পৌঁছে দিলেন নিজাম প্যালেসে সি বি আই দফতরে । এবং শেষ পর্যন্ত প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিধ্বস্ত, বিপর্যস্ত এই চার মূর্তি বেরিয়ে এসে গাড়ি ধরতে দৌড়লেন ।

দেখার মত সেই দৌড় । ভাবছিলাম পার্থ কবে এভাবে দৌড়বে । কল্পনায় আনছিলাম সেই দৃশ্য । বাংলার লক্ষ লক্ষ প্রতারিত শিক্ষিত বেকাররা পার্থ চ্যাটার্জির ওই দৌড়ের দৃশ্যটা দেখার অপেক্ষায় বসে আছেন । 

সি বি আই দফতরে চিট ফান্ড কাণ্ডে একবার ঘুরে এসেছেন পার্থ । সেবার হেঁটে ঢুকেছেন, হেঁটে ফিরেছেন । এবার বোধ হয় সেটা আর হবে না । এবার হেঁটে হয়তো ঢুকবেন, বেরোতে গেলে দৌড়তেই হবে, ফাইল আড়াল করে । সে দৃশ্য হবে দেখার মত ।

প্রশ্ন, যা কীর্তি করেছেন তাতে বেরোনোর প্রশ্ন আসে কি ।  দৌড়ে বেরোবেন নাকি থেকেই যাবেন সেটা নির্ভর করছে এই চার মূর্তিমান সি বি আই এর জেরার মুখে কি উগড়ে দিয়ে এসেছেন তার ওপর । আজ এঁদের বয়ান কি তথ্য রেখে এল সেটাই খুব খুব গুরুত্বপূর্ন ।

জমজমাট হয়ে উঠছে চিত্র নাট্য । 

পার্থ সি বি আই এর আমন্ত্রণ পত্র পাবেন এটা মোটামুটি নিশ্চিত । তার আগে মধ্যাহ্ন ভোজনে অনুব্রত যাচ্ছেন নিজাম প্যালেসে ৬ তারিখ । ভাইপো, ভাইপোর স্ত্রী, শ্যালিকা শেষ কয়েকটা ডাকে যাননি । গুটি গোছাচ্ছেন, ব্যাগও । কি প্রশ্নের কি উত্তর দেব ই ডির দফতরে । মলয় ঘটকেরও ডাক এসে গেছে । আবারও । বীরভূমে সি বি আই, ঝলদাতে সি বি আই । আনিসের বাবা বলছে সি বি আই চাই । চাকরির আরও গোটা দশেক মামলা ঝুলছে । কি হবে কে জানে । ওদিকে আলিয়াতে কালিয়া, ভি সি কে সরানোর ববি, রব্বানীর প্ল্যান ধরা পড়ে গেছে ।

এই অবস্থায় মাথা ঠিক রাখা যায় ? বলুন তো ? এই পরিস্থিতিতে কোন সুস্থ মহিলা হলেই অসুস্থ হয়ে পড়তে বাধ্য । আর উল্টোটা হলে ?

যা হবে তাই হচ্ছে এখন এগিয়ে থাকা একটা রাজ্যে । নাম তার বাংলা । ঠিক কি না ? কি বলেন ?

সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩০৪২৬০৭৮)

No comments: