Monday, June 16, 2025

Amit Shah handed over appointment letters for the post of police constables to 60,240 eligible candidates in UP

Amit Shah handed over appointment letters for the post of police constables to 60,240 eligible candidates in UP on 2025-06-15. Out of these 12,000+ were to women. 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়ের উপস্থিতিতে গতকাল ১৫/০৬/২০২৫ তারিখে এক লপ্তে উত্তরপ্রদেশে ৬০হাজারের বেশি প্রার্থীদের হাতে পুলিশ কনস্টেবল হিসাবে নিয়োগ পত্র তুলে দেওয়া হল । এবং এদের মধ্যে ১২ হাজার প্লাস মহিলা । ৪৮ লক্ষ আবেদনকারীর মধ্যে এই ৬০,২৪০ জন যোগ্য প্রার্থী বাছাই হয়েছে স্রেফ এবং স্রেফ মেধার ভিত্তিতে।  কোন রাজনৈতিক আনুগত্য , ঘুষ , সুপারিশ ইত্যাদি প্রয়োজন হয়নি ।
   
           পশ্চিমবঙ্গে শেষ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা কবে হয়েছিল আমি জানি না। আপনাদের জানা থাকলে জানাবেন । এই রাজ্যে তোলামূলের ক্যাডাররা অবশ্য সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে কাজ পেয়েছে এবং যদ্দুর জানি তাদের নিয়োগ নিয়ে কোর্টে কেস চলছে।  তো এই সিভিক ভলেন্টিয়ার্সদের বোধয় মাসে 12 হাজার টাকা দেওয়া হয় । এবং সেটা কোন ফান্ড থেকে নিশ্চিত জানেন !!! খুব সম্ভবত সর্ব শিক্ষা মিশন অনুসারে একজন প্যারা টিচারের প্রাপ্য হওয়া উচিত ৩৩ হাজার টাকা , যার মধ্যে কেন্দ্র দেয় ২০ হাজার মতো। এই টাকাটা প্যারা টিচাররা এই রাজ্যে পান না , তাঁরা ওই রাজ্যের দেয় ১৩ হাজার মতো বেতন পান । বাকিটা দিয়ে কোন ফান্ড পুষ্ট হয় , আপনারা ভালো জানেন ।

ইউ পিতে বর্তমান পুলিশ ফোর্স ৪.৫০ লাখের বেশি।  আপনার রাজ্যে কতো আমি জানি না । তো ইউ পিতে কনস্টেবলদের যে বেতন দেওয়া হবে সেটি নিম্নরূপ 

Parameters Details
Initial Basic Pay INR 21,700
Pay Scale INR 21,700 to INR 69,100
Grade Pay INR 2000
Pay Band INR 5200 - 20200
Gross Monthly Salary INR 30,000 to INR 40,000
Annual Gross Salary INR 4,20,000 to INR 4,80,000
 
           এবং ইউ পিতে গত সাত বছরে প্রায় ৮.৫০ লাখ নতুন নিয়োগ হয়েছে ।
          তবুও ইউপি একটি অত্যন্ত পিছিয়ে পড়া রাজ্য , কোন কালচার নেই , কোন বাঙালি সুলভ আঁতলামি নেই , বুদ্ধিজীবী বা ভাতাজীবি নেই । অতএব বাংলাকে আর যাই হোক , উত্তর প্রদেশ হতে দেওয়া যাবে না ।
    দুর্নীতির কারণে এই রাজ্যে যেখানে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট , সেখানে উত্তরপ্রদেশে গত ৫ বছরে ১.৬৪ লাখ যুবক যুবতী  শিক্ষক শিক্ষিকা হিসাবে নতুন নিযুক্ত হয়েছেন । তবুও আবার বলি " আমার মাটি আমার মা , গুজরাট , ইউ পি হবে না " ।🙏🙏😭
   জয় মামা টিমা নুষ।
🖋️ শুভময় চৌধুরী

No comments: