Thursday, September 23, 2021

Anushka Nandi died on 2021-09-22 after electrocution in a waterlogged road in Dumdum, TMChii Minister Bratya Basu offered ₹2 lakhs to the mother


কতটা অপদার্থ সরকার এই মমতা ব্যানার্জির রাজ্য সরকার। আরো বেশী অপদার্থ সেইসব জনগন যাঁরা ওনাকে নির্বাচিত করেন। দুদিন বৃষ্টিতে জল জমে বিদ্যুৎপিষ্ট সারা রাজ্যে ১৩ জন মানুষ মারা গেলেন। মায়ের কোল খালি হয়ে গেলো।
আর হেরো মুখ্যমন্ত্রী বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী রাখার জন্য ভোট প্রচারে ব্যস্ত, আর এদিকে ১৩ জন মানুষের জীবন চলে গেলো। বাংলার মানুষ এইটায় চেয়েছিলেন, এখন ডিজে চালিয়ে কুড়ি টাকার পাউচ মেরে খ্যালা হবে খ্যালা হবে করুন।
ব্রাত্য বসুর লজ্জা নেই, সদ‍্য সন্তান হারাকে টাকার অফার করছে, এরা মানুষ নাকি পিশাচ?  ধিক, ধিক, ধিক্কার‌!  এই জলজমার সমস্যা ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকালে কিশোরী র মৃত্যুর জন‍্য সবচেয়ে বেশী দায়ী স্থানীয় নাটকবাজ মন্ত্রী ও ঘুসখোর বৃদ্ধ  সাংসদ সৌগত রায়।  ঐ এলাকার বিধায়ক তথা মন্ত্রী, ব্রাত্য বসু নিজের এলাকার সমস্যা সমাধান না করে ত্রিপুরায় গিয়ে নোংরা রাজনৈতিক কুনাট‍্য করে চলছে। নির্লজ্জ বেহায়া, মানুষ নামের কলঙ্ক। 
এবারে ভবানী পুর বাসী মাননীয়াকে যোগ্য জবাব দেবেন। মাননীয়া তৈরি থাকুন!  
মাননীয়া, ব্রাত্য বসু, সৌগত রায় রা সব কিছু টাকা দিয়ে কিনতে চায়। এরা সমাজের কুলাঙ্গার। মাননীয়া মা হলে বুঝতেন সন্তান হারানোর যন্ত্রণা টা আসলেে কি !  টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। 

Republic Bangla কে ধন্যবাদ এত বড় খবরটা প্রকাশ্যে আনার জন্য। অন্যান্য চটিচাটা মিডিয়া গুলো দেখাবে না। 
A girl child named Anushka Nandi (11), a resident of Motijhil area died on 2021-09-22 after electrocution in a waterlogged road in Bandhabnagar area of Dumdum in North Kolkata. 
Anushka was with her friend Sneha Banik (12) who also lost her life in the mishap. 
A shameless TMChii Minister Bratya Basu offered ₹2 lakhs to the mother (who had just lost her daughter) to pacify her. 
The girls had accidentally touched a lamppost with live wires hanging out of it. 
The body of Anushka was released from the nursing home and taken for cremation on 2021-09-23. 

Only Republic Bangla has reported the incident. 
* Mishap And Calamity 
* How India Travels 

No comments: